কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। এদিকে রাজধানী মহাখালীতে রেল লাইন অবরোধ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল, ঢাকা-বরিশাল, ঢাকা-রাজশাহী মহাসড়কসহ বহু আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন। এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেলসহ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন। মহাখালী রেলগেট অবরোধ করায় ট্রেনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে আছে সড়কে যান চলাচলও। বনানী থেকে শাহীনবাগ পর্যন্ত শতাধিক যানবাহন আটকে রয়েছে।
এদিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল ১০টার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। একইভাবে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রাজশাহীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনকারীদের উপর হামলা প্রতিবাদে রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া খুলনাতেও সড়ক-মহাসড়ক অবরোধ করে রেখেছেন সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :