কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের ৬ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তবে এই মুহূর্তে বিজিবির কত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে তা জানা যায়নি।
বুধবার (১৭ জুলাই) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবারও ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর এবং রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরমধ্যে ঢাকায় মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :