কোটা আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে বৈঠক করছেন।
বুধবার (১৭ জুলাই) রাতে ঢাবি ভিসির বাসভবনে প্রবেশ করেন তিনি।
এর আগে এদিন দুপুরে সরকারের নির্দেশনা মেনে সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দেয় প্রশাসন।
কোটা সংস্কার আন্দোলনে আজও দিনভর উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বুধবার রাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী।
এদিকে সন্ধ্যার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার তারা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :