সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৃহস্পতিবার ( ১৮ জুলাই) নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।
সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?’
আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’
সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘গুলির সাথে কোন সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন লিখেছেন, নিজের রক্তের সঙ্গে বেঈমানী করে কখনো কাউকে আলোচনায় বসতে দেবো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এ সাঈদ তার ফেসবুকে লিখেন, ‘আমি সহ-সমন্বয়কদের একজন হিসেবে আমার অবস্থান ক্লিয়ার করছি। এতোগুলো লাশ আর এতোগুলো জীবনের ওপর দিয়ে কোনো আলোচনা চাই না। কোনো আলোচনা হবে না। তারা আলোচনায় বসলে এতোদিনেই বসতো। সমন্বয়কদের মধ্যে কেউ যদি আলোচনায় বসে তাহলে বুঝবেন তারা অন্য সমন্বয়কদের মতামত না নিয়েই আলোচনায় বসেছে।’
এরআগে, সংসদ ভবনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসবে। সেই সঙ্গে এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :