কোটা সংস্কার আন্দোলকারীদের হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্থ রাজধানীর মহাখালীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে অফিস করছেন মন্ত্রণালয়ের মন্ত্রী ওবাদুল কাদের ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে আমতলী এলাকায় সেতু ভবনে গিয়ে দেখা যায়, ভবনের সামনে সারি সারি পোড়া গাড়ির মাঝেই টাঙানো হয়েছে তাঁবু। তার নিচে বসে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সেতুমন্ত্রী সোয়া ১১টার দিকে চলে যান।
পরে সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘দেখতেই পাচ্ছেন আমরা বাইরে তাঁবুতে বসে আছি। এটাই আমাদের অফিস। ভবনের ভেতরে যাওয়ার অবস্থা নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়ে আমরা বাইরে বসেছি। ভবন কতটা ব্যবহার উপযোগী, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত দেবেন। পুলিশের ক্রাইম সিন সংগ্রহ শেষে তাদের মতামত ও ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা ভবনের ভেতরে আমাদের কার্যক্রম শুরু করতে পারব।’
সেতু ভবনের ক্ষতি প্রসঙ্গে এক কর্মকর্তারা বলেন, এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। সেতু বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ কে শামীম আক্তারকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের কাজ শেষে প্রতিবেদন পেলে আমরা বলতে পারব কী পরিমাণ ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলকারীদের হামলা ও লুটপাটের সময় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় সেতু ভবনের সামনে রাখা অর্ধশত গাড়িসহ ভবনের দুটি ফ্লোর। এতে দুই ফ্লোরে থাকা সেতু বিভাগের সব নথিপত্র পুড়ে গেছে। এছাড়া ভবনের পাঁচতলা পর্যন্ত অবকাঠামো ক্ষতি ও মালামাল লুট করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :