AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরাজিত শক্তি এই দেশকে অকার্যকর করতে চায়: আমু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৩ পিএম, ২৯ জুলাই, ২০২৪
পরাজিত শক্তি এই দেশকে অকার্যকর করতে চায়: আমু

কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলের নেতারা। সোমবার (২৯ জুলাই) তারা প্রথমে সেতু ভবন ও পরে মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোটসঙ্গীরা ভবনের ভেতরে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন। পরে নেতারা দেশের মানুষকে এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আমির হোসেন আমু বলেন, পরাজিত শক্তি এই দেশকে অকার্যকর করতে চায়। ছাত্ররা বারংবার বলেছেন ধ্বংসযজ্ঞের সাথে ছাত্ররা জড়িত নয়, কিছু দুর্বৃত্তরা এই কাজ করেছে। দুষ্কৃতকারী এই কাজ করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছে।

তিনি আরো বলেন, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, তাদেরই কর্ম হচ্ছে আজকের এই স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া, যোগাযোগব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করে দেওয়া। এটাই তাদের একমাত্র লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, নজিবুল বসর মাইজ মান্ডারী, মৃনাল কান্তি দাশ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা।

 

একুশে সংবাদ/চ.আ/সা.আ

Link copied!