সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেন্টিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জরুরি সময়ে ইন্টারনেট সেবা সচল রাখতে সরকার ইর্মাজেন্সি নেটওয়ার্ক তৈরি করবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :