বন্ধের সাত ঘণ্টা পর আবারো মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও মেসেঞ্জার চালু করে দেয়া হয়েছে। তবে এখনো বন্ধ আছে টেলিগ্রাম। সাত ঘণ্টা পর মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালু করা হল।
২ আগস্ট সন্ধ্যা ৭টার পর ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো আবারো সচল করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মোবাইল অপারেটররা।
এদিন দুপুর ১টার দিকে অনেক ব্যবহারকারী জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢুকতে সমস্যার মুখে পড়ছেন তারা। ব্যবহার করতে পারছেন না টেলিগ্রামও।
মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধে তাদের নির্দেশ দেয়া হয়েছিল। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশসার্ভারগুলো ডাউন করে রাখে মোবাইল অপারেটররা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :