AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গুলিস্তানে সতর্ক অবস্থানে আ.লীগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১১ পিএম, ৩ আগস্ট, ২০২৪
গুলিস্তানে সতর্ক অবস্থানে আ.লীগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারে বসে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একইদিন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ অবস্থান নিয়েছে দলীয় কার্যালয়ের সামনে। এদিন শোক দিবস উপলক্ষে কর্মহীণ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সংগঠনটি।

শনিবার (৩ আগস্ট) সকাল ১০টার পর বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ের সামনে একে একে নেতারা আসতে শুরু করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আক্তার হোসেন, সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, আইন সম্পাদক জগলুর কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ

তবে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি এবং সাধারন সম্পাদক হুমায়ুন কবিরকে উপস্থিত হতে দেখা যায়নি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৫ থেকে ৩০ জন নেতা জড়ো হন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগর আওয়ামী লীগের সবমিলিয়ে শতাধিক নেতাকর্মী কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন। তবে সেখানে কর্মীদের সংখ্যা হাতেগোনা।

এসময় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে এবং জনগণের জানমাল রক্ষায় আমরা সর্তক অবস্থান নিয়েছি। তাদের দাবি, ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে ষড়যন্ত্রকারিরা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে এমপিদের পাশাপাশি রাজধানীর প্রবেশপথে রীতিমতো রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী ও ডেমরার স্টাফ কোয়াটারে পাহাড়া বসিয়ে জনগনের জানমাল রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করছে থানা-ওয়ার্ডের নেতারা।

এ বিষয়ে ঢাকা-৫ আসনের এমপি আলহাজ মশিউর রহমান মোল্লা সজল বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। এই ছাত্ররা আমাদেরই কারো না, কারো সন্তান। তাদের বুঝিয়ে আমরা সুন্দর-সুস্থভাবে ঘরে পাঠাতে চাই। তিনি বলেন, ইতিমধ্যে যাত্রাবাড়ী-ডেমরা থানাধীন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, কমলমতি শিক্ষার্থীদের ঘরে ফেরাবেন।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করেছে বিএনপি-জামায়াত। এখানেই আমাদের ভয়। তারা তো আন্দোলনকে বেগবান করতে ছাত্রদের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারে। এ কারণেই বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য থেকে জানমালের নিরাপত্তা দিতে কেন্দ্রের নির্দেশে তাঁরা মাঠে আছেন বলে জানান এমপি সজল মোল্লা।

ধানমন্ডিতে যুব মহিলা লীগের মিছিল

রাজধানীর ঝিগাতলায় মিছিল করেছে যুব মহিলা লীগ। শনিবার দুপুর ১টার দিকে যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে এ মিছিল হয়। এদিন সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে কার্যালয়ের সামনে সড়ক করেন তারা। এরপর মিছিলটি ঝিগাতলার মূল সড়কে বেশ কয়েকবার ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
সারাদেশে জমায়েত, সোমবার শোক মিছিল

চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া সোমবার বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।

 

একুশে সংবাদ/সা.আ

Shwapno
Link copied!