আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় হামলার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার শাহবাগ অবরোধ করে দ্বিতীয় দিনের মতো হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বেলা তিনটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এতে শাহবাগ ও আশপাশের সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক সংগঠনের বিশ্বনাথ বলেন, হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট চালানো হচ্ছে। আমরাতো এ দেশেই জন্মেছি, আমরা কোথায় যাবো। ক্ষমতায় যেই আসুক আমাদের নিরাপত্তা চাই। আমরা আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।
বিক্ষোভ সমাবেশে কারও হাতে, কারও মাথায় বাঁধা অবস্থায় জাতীয় পতাকা দেখা যায়। সমাবেশ থেকে তারা বিভিন্ন স্লোগানও দেন। বিক্ষোভ সমাবেশে অনেকের হাতে বিভিন্ন দাবিসংবলিত পোস্টার দেখা যায়।
এর মধ্যে রয়েছে ‘দেশটা আজও স্বাধীন নয়, আমার মন্দিরে হামলা হয়’, ‘হিন্দুদের নিরাপত্তা চাই’, ‘স্বাধীন দেশে সংখ্যালঘুরা স্বাধীন না কেন’, ‘মন্দিরে হামলা কেন? জবাব চাই জবাব চাই’, ‘প্লিজ সেভ বাংলাদেশি হিন্দু’, ‘সংখ্যালঘুদের সুরক্ষা চাই, আমরা কেন স্বাধীন নাই’ প্রভৃতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এর আগে গতকাল শুক্রবারও শাহবাগে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর থেকে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরেও হামলা, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :