জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে সোমবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করেন সংস্থাটির আয়কর, মূল্য সংযোজন কর (মূসক), ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মচারীরা। দুপুর সাড়ে ১২টায় তাদের কর্মসূচি শেষ হয়। এ ছাড়া এনবিআরের সব কর্মচারী সকাল থেকে কর্মবিরতি পালন করছেন।
সেই সঙ্গে বিগত সরকারের আমলে এনবিআরের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতির দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ারও ঘোষণা দেন তারা। পাশাপাশি দাবি মানা না হলে বুধবার থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন তারা।
এদিকে আন্দোলনের জেরে দাফতরিক কাজকর্ম প্রায় স্থবির হয়ে পড়েছে এনবিআর ভবনে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এনবিআর কার্যালয়ে আর আসেননি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :