১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দল বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবার হত্যা করে। শোকাবহ দিনে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়ক, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশের রাস্তা ও লেকের পাড় দখলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
এসময় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে এই চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। এই এলাকায় কেউ এলেই তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
এসময় কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়ক-সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়।
এলাকাটিতে অবস্থানকারী কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনকারীরা গতকাল বুধবার রাত থেকে এখানে আছেন। তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :