বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্ত করতে আগামী সপ্তাহে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ আগস্ট) সকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সংস্থাটি আমাদের কী ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে মূলত ওই ব্যাপারে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। হয়ত আগামী সপ্তাহে জাতিসংঘের প্রতিনিধি দল ঢাকায় আসতে পারে।’
তিনি আরও বলেন, রোহিঙ্গা আমাদের বড় ধরনের একটি সমস্যা। এটা নিয়েও তারা আলোচনা করেছেন। তবে এক নম্বর প্রায়োরিটি থাকবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ।
এর আগে বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক টেলিফোনে জানিয়েছেন, ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে। এর অংশ হিসেবে সংস্থাটির একটি বিশেষজ্ঞ দল দ্রুতই বাংলাদেশে আসবে।
একুশে সংবাদ/স.ট/এনএস
আপনার মতামত লিখুন :