ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোঃ মাহমুদুল হাসান, এনডিসি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। ২০ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএনসিসি।
মঙ্গলবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করে ডিএনসিসির সব বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম নিয়ে সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসির এ নবনিযুক্ত প্রশাসক।
ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসির কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে এখনও সরকারের কোনও সিদ্ধান্ত হয়নি। সরকারের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়টি চূড়ান্ত হবে।
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।
একুশে সংবাদ/স.ট/এনএস
আপনার মতামত লিখুন :