কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে আহতদের এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করার জন্য একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হবেন। এছাড়াও, ফাউন্ডেশনে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন।
ড. ইউনূস বলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের অবদান কখনোই ভুলতে পারি না। তাদের পাশে দাঁড়ানো আমাদের জাতীয় কর্তব্য। আহত এবং নিহতদের পরিবারের দেখভাল ও পুনর্বাসন করার জন্য যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, খুব শীঘ্রই ফাউন্ডেশনের রূপরেখা ঘোষণা করা হবে। এ সময় দেশের জনগণ ও প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখারও আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :