৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনা হেফাজতে থাকা ৬২৬ জনের তালিকা দিতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
শনিবার (২৪ আগস্ট) সকালে মানিক মিয়া এভিনিউয়ে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।
এসময় তিনি বলেন, এসব ব্যক্তির মধ্যে অনেকেই অপরাধী আছে। তাদের ছেড়ে দেয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ছাত্রজনতা যে বাংলাদেশ তৈরি করে দিয়েছে তা অবহেলা করা যাবে না। এই অভ্যুত্থানকে রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে। ছাত্র আন্দোলনে গণহত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন তিনি।
মানববন্ধনে, বক্তারা অন্তবর্তীকালীন সরকারের প্রতি ২৭ দফা দাবি তুলে ধরেন। যেসব দাবির মধ্যে রয়েছে– হত্যা-সহিংসতার সাথে জড়িতদের বিচার করা, আহতদের চিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করা, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, না ভোটের বিধান চালু করা ও ঋণখেলাপীদের তালিকা প্রকাশসহ অন্যান্য।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :