সড়ক পরিবহন আইন সংস্কার ও পরিবহন পরিচালনায় বৈষম্য দূর করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এক্ষেত্রে মালিক-শ্রমিকদের সাথে যাত্রীদের অন্তর্ভুক্ত করার দাবিও জানায় সংগঠনটি।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত’ শীর্ষক এক আলোচনার সভায় এ কথা বলেন সংগঠনটির নেতারা।
সংগঠনটির নেতারা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সংস্কার কমিশনের প্রয়োজন। সঠিকভাবে লাইসেন্স প্রদান, গাড়ির ফিটনেস, শৃঙ্খলা ও আইন মেনে চললে দুর্ঘটনা রোধ করা সম্ভব। এ সময় সড়ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো উদ্যোগ নেয়নি দাবি করে এর সমালোচনাও করেন তারা।
সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৮ সালের সড়ক সংস্কার আন্দোলনের পর সড়ক আইন করা হয়েছিল। তারপরও জনবান্ধব গণপরিবহন নামাতে ব্যবস্থা নেয়া হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :