জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান সাঈদুল হাসানকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দেওয়ান সাঈদুল হাসানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৫ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।
তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ৬ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :