অন্তর্বর্তী সরকারের এমন কোন কাজ করা উচিত হবে না যাতে স্বৈরাচার সরকারের দোসররা ফিরে আসার সুযোগ পায় বলে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে কিশোরগঞ্জে বিএনপির স্মরণসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে সমাবেশ আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন আশপাশের এলাকার নেতা-কর্মীরাও।
সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে কাজ সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই। তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে।’
তারেক বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্রজনতা প্রাণ দিয়েছে তা পূরণ করতে হবে। স্বৈরাচারের পতন হলেও তার দোসররা নানা চক্রান্ত করছে।
বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :