সংবিধান সংশোধনে জনসম্পৃক্ততা প্রয়োজন হলেও এই মুহূর্তে গণঅভ্যুত্থানে যারা হত্যায় সম্পৃক্ত ছিলেন তাদের বিচারের আওতায় আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট সারা হোসেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার মিলনায়তনে বাংলাদেশের সংবিধান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান: সম্ভাবনা ও প্রতিক্রিয়া শীর্ষক এ আলোচনা সভায় ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন আরও বলেন, সংবিধান সংশোধনে রোডম্যাপ অনুযায়ী এগুতে হবে।
একইসঙ্গে নির্বাচন, ক্ষমতার সুষম বণ্টনসহ নানান বিষয়ে সংবিধান সংশোধনে বিভিন্ন মহলে আলোচনা চালু রাখার আহ্বানও জানান আলচনায় অংশ নেয়া বক্তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :