আশুগঞ্জ নদীবন্দর-সরাইল- ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
এ প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ভারতে চলে যাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে। ফলে উক্ত প্রকল্পের প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত সহ জনদুর্ভোগ বাড়ছে।
শুক্রবার পরিদর্শন শেষে রাস্তা মেরামত এবং ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকবলের নিরাপত্তার বিষয়ে সড়ক সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও স্থানীয় জনগণ পুনরায় কাজ শুরু হলে ভারতীয় লোকবলের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে সচিবকে আশ্বস্ত করেন।
পরিদর্শন কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :