সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় রোববার (২৯ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করবেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
এ মামলার অন্য আসামিরা হলেন—যায় যায় দিনের সাবেক সম্পাদক শফিক রহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৪ আগস্ট ডিবির পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়। মামলার এজাহারে বলা হয়, জাসাসের সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করে। প্রাপ্ত তথ্য থেকে সন্দেহ হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের জীবননাশসহ যে কোনও ধরনের ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :