শ্রমিক কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, যারা শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্ধারিত অংশ দিচ্ছেন না, তাদের এর আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদেরকে সহায়তা দেয়া হবে। শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
গ্রামীণফোন লিমিটেড তাদের গত এক বছরের লভ্যাংশের দশমিক ৫ শতাংশ হিসেবে, শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৪৪২ টাকা প্রদান করেছে। এ নিয়ে তহবিলে এ পর্যন্ত ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা দিয়েছে গ্রামীণফোন লিমিটেড।
আর শ্রমিক কল্যাণ তহবিলে এ পর্যন্ত জমা রয়েছে ১ হাজার ২৬ কোটি টাকা। ৪৪০টি কোম্পানি শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্ধারিত অংশ নিয়মিত দিয়ে থাকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :