AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কন্যাশিশুর নিরাপত্তায় হবে ‘র‌্যাপিড রেসপন্স টিম’: উপদেষ্টা শারমিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
কন্যাশিশুর নিরাপত্তায় হবে ‘র‌্যাপিড রেসপন্স টিম’: উপদেষ্টা শারমিন

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, কন্যাশিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারাদেশে র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে।

শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‌প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে যাবো। আমরা যে করেই হোক মেয়েদের ওপরে নির্যাতন কমিয়ে আনবো। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি আমার সরকারকে বলবো, রাষ্ট্র হোক বাচ্চাদের জন্য।

সোমবার সকালে শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা করা হয়। এর উদ্বোধন করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, কন্যাশিশুর প্রতি বঞ্চনা এবং নারীর প্রতি বঞ্চনার অবসান ঘটাতে হবে৷ এই প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে।

শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি এ দিন শিশু একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়৷ এতে শিশু একাডেমিতে প্রশিক্ষণার্থী শিশুরা অংশ নেয়।

 

একুশে সংবাদ/এনএস

 

Link copied!