সুপারশপে পলিথিন শপিংব্যাগ ব্যাগ বন্ধের মধ্য দিয়ে বিদ্যমান নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ শুরু হলো। আগামী নভেম্বর থেকে বাজার ও দোকানপাটে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হবে। যতদিন পলিথিন ব্যবহার পুরোপুরি বন্ধ না হবে ততদিন সরকারের অভিযান চলতেই থাকবে। এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সুপারশপে পলিথিন শপিংব্যাগের ব্যবহার বর্জন কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, সুপারশপের ব্যবস্থাপকরা খুশি মনে পলিথিন শপিংব্যাগ ব্যবহার না করার বিষয়ে সাড়া দিয়েছেন। আগামী ১ নভেম্বর থেকে কাচা বাজারে এ কার্যক্রম শুরু হবে। ধীরে ধীরে পলিথিন ব্যাগ সারাদেশ থেকে উঠে যাবে। এ সময় ক্রেতাদের বাসা থেকে পলিথিন ব্যাগ না নিয়ে আসার অনুরোধও করেন তিনি।
তাছাড়া, পলিথিন শপিংব্যাগ উৎপাদনের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :