AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এখনো ৫০০ বন্দি পলাতক রয়েছে : কারা মহাপরিদর্শক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৪ পিএম, ২ অক্টোবর, ২০২৪
এখনো ৫০০ বন্দি পলাতক রয়েছে : কারা মহাপরিদর্শক

কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেছেন, দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের অনেকেই ফিরে এসেছে। একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পাঁচশোর মতো বন্দি পলাতক রয়েছে। কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেসব উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কারাগারে অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে বন্দিদের সংখ্যা কম, তবে সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে ধারণক্ষমতা বাড়বে।

আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোতাহের হোসেন বলেন, আমাদের কোনো ঠিকাদার যদি কাজ করতে অপারগ হয়, নিয়ম মেনে তাদের চুক্তি বাতিল করা হবে। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ করা হবে। বন্দিদের খাবারে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বাস্তবায়ন করা হবে।

এর আগে কারা মহাপরিদর্শক জামালপুর জেলা কারাগারে পৌঁছালে কারারক্ষীদের সু-সজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় ময়মনসিংহ কারাগারের উপ-মহাপরিদর্শক মোছা. জাহানারা বেগম, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!