স্থায়ী ভিত্তিতে কর্মরত পাইলট ও প্রকৌশলীদের অবসরের বয়সসীমা ৬২ বছরে উন্নীত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতদিন তাদের ৫৯ বছরে অবসরে পাঠানো হত। আজ (বুধবার) বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মতিউল ইসলাম চৌধুরীর সই করা দুটি পৃথক আদেশে তাদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমানে কর্মরত স্থায়ী পাইলটদের চাকরির অবসর বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।
অন্য আরেক প্রশাসনিক আদেশে বলা হয়, পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদফতরাধীন সব প্রকৌশলী এবং প্রকৌশল কাজে সংশ্লিষ্ট সব টেকনিক্যাল কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৯ বছরের পরিবর্তে ৬২ বছরে উন্নীত করা হলো। এই আদেশটিও ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :