শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৬দিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়। এতে করে বন্দর এলাকায় কর্মচঞ্চলতা ফিরতে শুরু করেছে।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে শুরু করে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ঘোষণা করেন ভারতীয় ব্যবসায়ীরা। সেই মোতাবেক ওই সময়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বন্ধ ছিল।
তিনি বলেন, পূজা শেষে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারতীয় রফতানিকারকরা পণ্য রফতানি শুরু করলে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি শুরু হয়। সেইসঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস বাংলা ট্রাকে পণ্যভর্তিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :