ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভেজাল মদপানে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ১৪ জনকে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে রাজ্যের সিওয়ান ও সারন জেলায় এ ঘটনা ঘটেছে। যদিও বিহারে গত আট বছর ধরে মদ বিক্রি নিষিদ্ধ।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে অনেকে ভয়ে গাঢাকা দিয়েছেন। কারণ ভেজাল মদপানের ঘটনায় অতীতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছিল। স্থানীয় প্রশাসন বলছে, মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা নিশ্চিতভাবে দাবি করছেন, ভেজাল মদপানই মৃত্যুর কারণ।
এ বিষয়ে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকছেন সারনের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ কুমার। তিনি বলেন, ইব্রাহিমপুর এলাকায় দ্রুত একটি দল পাঠানো হয়েছে, যেখানে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
রাকেশ কুমার আরো জানান, দুই ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়েছেন। আরো একজন হাসপাতালে যাওয়ার পথে মারা গেছেন।
এসময় এলাকাবাসীকে অবৈধ মদ বিক্রি সম্পর্কিত তথ্য দেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
দৃষ্টিশক্তি হারানো একজনের পিতা জানান, তাদের পরিবারের তিন সদস্য মদপানের পর অসুস্থ হয়ে পড়েন এবং একজন মারা যান। মদপানের কয়েক ঘণ্টার মধ্যেই তারা বমি করতে শুরু করেন এবং দৃষ্টিশক্তি হারানোর কথা জানান।
এদিকে, সিওয়ানে আরো চারজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করেন, কিছু মরদেহ চাপের মুখে দ্রুত দাহ করা হয়েছে।
বিহারে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মদ বিক্রয় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে অবৈধভাবে ভেজাল মদ বিক্রি অব্যাহত রয়েছে। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :