AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাঁকি দেয়া কর সরকারের তহবিলে আনবে এনবিআর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫৮ পিএম, ২৩ অক্টোবর, ২০২৪
ফাঁকি দেয়া কর সরকারের তহবিলে আনবে এনবিআর

ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য কর ফাঁকি দেয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সাংবাদ সন্মেলনে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ অর্থ ও সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে এনবিআরের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে এনবিআরের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে হয়তো প্রচার কম। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এ ব্যাপারে এনবিআরের কোঅর্ডিনেশন রয়েছে।

তিনি বলেন, ‘আমরা কংক্রিটভাবে এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। যখন এটা দৃশ্যমান হবে, তখন আপনারা সবাই জানতে পারবেন। ফাঁকি দেয়া কর বা  লস্ট রেভিনিউ, সেগুলো খুঁজে বের করে সরকারের তহবিলে ফিরিয়ে আনার ব্যাপারে এনবিআর আন্তরিক।’

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!