AB Bank
ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লখনৌ ছেড়ে দিচ্ছে রাহুলকে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৬ পিএম, ২৫ অক্টোবর, ২০২৪
লখনৌ ছেড়ে দিচ্ছে  রাহুলকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের আগে লখনৌ সুপার জায়ান্টস ছাড়ছেন লোকেশ রাহুল!  ভারতীয় এ উইকেটকিপার ব্যাটারকে ছেড়ে দিচ্ছে লখনৌ। ইএসপিএন ক্রিকইনফোর মতে, আইপিএলের এবারের আসরের আগে রাহুলকে ছেড়ে দিচ্ছে লখনৌ। ফলে পরের আসরের দল পেতে মেগা নিলামে উঠতে হচ্ছে তাকে।

গেল আসরে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে ৪ উইকেটে ১৬৫ রান তুলেছিল লখনৌ। ট্রেভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেট আর ১০.২ ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছিল হায়দরাবাদ।সে ম্যাচে হারের পর হতাশা প্রকাশ করেছিলেন লখনৌ অধিনায়ক। এমন ভরাডুবি মেনে নিতে পারেননি সঞ্জীব গোয়েঙ্কাও। ম্যাচ শেষে তাই রাহুলের সঙ্গে প্রকাশ্যে উত্তপ্ত সুরে কথা বলেছিলেন তিনি।

এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায়। তখন থেকেই প্রশ্ন ছিল, রাহুলকে কী লখনৌ রিটেইন করবে? রাহুল নিজে কী লখনৌতে থাকতে চাইবেন? লখনৌ রাহুলকে দলে রাখলেও তাকে কী অধিনায়কত্বে রাখবে?

এছাড়া আইপিএলের গত আসরটা একেবারেই ভালো যায়নি লখনৌর। ১০ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সাতে থেকে শেষ করেছিল তারা। যদিও শিরোপা জিততে না পারলেও নিজেদের প্রথম দুই আসরের দু’বার প্লে অফে উঠেছিল দলটি।

তিন মৌসুম মিলে লখনৌর হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রাহুল। ২০২২ সালে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডানহাতি এই উইকেপকিপার ব্যাটার, করেছিলেন ৬১৬ রান। পরের আসরে টুর্নামেন্টের মাঝ পথে ছিটকে যেতে হয় তাকে।

সবশেষ আসরেও লখনৌর হয়ে সবচেয়ে বেশি রান এসেছে রাহুলের ব্যাট থেকে। ৫২০ রান করলেও স্ট্রাইক রেট নিয়ে প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। গত আসরে ১৩৬.১৬ স্ট্রাইক রেটে রান করেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্ট্রাইক রেটের কারণে তাকে ছাড়তে চাইছেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। পরিসংখ্যান বলছে রাহুল যত বেশি সময় ব্যাটিং করেন দল হারের সম্ভাবনা ততো বাড়ে। এ অবস্থায় তরুণদের উপর ভরসা রাখতে যাচ্ছে লখনৌ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!