AB Bank
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আনন্দ মিছিল-উল্লাস

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতারে নির্বাচনী এলাকায় বিএনপির মিষ্টি বিতরণ


সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতারে নির্বাচনী এলাকায় বিএনপির মিষ্টি বিতরণ

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোঃআব্দুস শহীদ গ্রেপ্তার হওয়ার খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলোত্তর সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলকাছ মিয়া, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, রুহেল মিয়া, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা টিটু দাস, ভুট্টু মিয়া, মোবারক হোসেন, আব্দুর রহমান খান পাশা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ৩৩ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন। বিগত নির্বাচনগুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন। এ সময় তারা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হত্যাসহ বিভিন্ন মামলায় আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আব্দুস শহীদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১য় ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে সাবেক কৃৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে হত্যাচেষ্টা, ভাঙচুর, ককটেল বিষ্ফোরক আইনে চারটি মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার বাসায় বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!