AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবিনা খাতুনদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১২ পিএম, ৩১ অক্টোবর, ২০২৪
সাবিনা খাতুনদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার মেয়েরা। গতবারও নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক দলকে হারিয়েই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল সাবিনা খাতুনের দল। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের বাফুফে ভবনে নিয়ে আসা হয়েছিল। আর পুরো পথে জনতা উল্লাসে তাদের বরণ করে নিয়েছিল।

বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে নারী সাফের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রাতে বাংলাদেশ দল টিম হোটেলে ফিরে জয় উদযাপন করেছে। এরপর আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় তারা। তার আগে হোটেলে কেক কাটার পাশাপাশি স্টাফদের সঙ্গে ছবিও তোলেন সাবিনা-ঋতুপর্ণারা।

আজ দুপুর সোয়া দুইটায় বাংলাদেশ দলের ঢাকায় পৌছার কথা। এরপর বিমানবন্দরে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়ার কথা। তাদের জন্য ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে ছাদখোলা বাসের বন্দোবস্ত করা হয়েছে।

বিআরটিসির ছাদখোলা বাসটির দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি সাঁটানো হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে মেয়েদের গ্রুপ ছবি থাকছে। আর দুই পাশে টুর্নামেন্টের দুই সেরার ছবি। বাঁ পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডানপাশে সেরা গোলরক্ষক রুপনা চাকমার সেরা‍‍`র ট্রফি নেয়ার মুহূর্তের ছবি থাকছে।

গতবার বাসে খেলোয়াড়দের চেয়ে সরকার প্রধান ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ছবি বেশি প্রাধান্য দেয়ায় বেশ সমালোচনা হয়েছিল। এবার সেসব থাকছে না। যা প্রশংসা কুড়াচ্ছে বেশ। 

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!