AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৪ পিএম, ২ নভেম্বর, ২০২৪
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচলে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার রাতে এই দুই মহাসড়কে অভিযান চালানো হয়।

এদিন ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মোগড়াপাড়া, বারোদি, বস্তল এবং আড়াইহাজারের জালাকান্দি, পায়রাচত্বর এবং বিষনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনীর একটি দল।

এসময় মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেট না থাকা এবং কাগজপত্রে অনিয়মজনিত কারণে ১১টি মামলা করা হয়েছে।

এছাড়া গাজীপুরের ৭টি পয়েন্টেও চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। রাত ১১টায় পুবাইল, শিলমুন, টঙ্গী স্টেশন রোড, রাজেন্দ্রপুর, পোড়াবাড়ি, গাজীপুর সদর রেলওয়ে স্টেশন ও ভোগড়া বাইপাস এলাকায় এ অভিযান চলে।

এসময় মহাসড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন। কাগজপত্রে অনিয়ম থাকা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয় যৌথবাহিনী।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!