-: তোমার নিরাপদ অরণ্যে দাও আশ্রয় :-
আ শ রা ফু ল ই স লা ম
==================
তোমার নিরাপদ অরণ্যে
আমি পথহারা পথিক এক
আমাকে আশ্রয় দাও, প্রশ্রয় দাও
প্রাণভরে নিতে দাও স্বস্তির নিঃশ্বাস।
আমিতো অবলা, বিপন্ন প্রজাতি প্রায়
আষ্টে-পৃষ্টে জেঁকে বসেছে কামুকের দল।
অসহায় আমি চকিত দু`চোখ
খুঁজে ফিরি নিরাপদ আশ্রয়
ভীত হরিণির মত দ্রুত পথ খুঁজি পালাবার ।
সংসার সাগরে ভেসে চলা আমি সফেদ
ফেনা; লজ্জাবনত কুমারী অনুঢ়া।
আমার আমিত্ব আজ বিপন্ন প্রায়
এসব কিসের আলামত চারপাশে
ধ্বংস নাকি সৃষ্টির উল্লাস অসুরকূলের।
বিষাক্ত এ সমাজ আজ দূর্গন্ধে ভরা
পঁচা অঙ্গে লেগে আছে থকথকে ঘা
রাগিনী কামিনীরা সেথায় করে উল্লাস
ধর্ম নৈতিকতা শুধুই বিলাসিতা আজ
ড্রয়িংরুমে ফেলে রাখা
একখণ্ড কাপড়ের জায়নামাজ।
মোল্লা পুরুত যাজকে আজ উপাসনালয় ভরা
মুখের আড়ালে যেন শুধুই মুখোশ পরা
তাই হে অরণ্য, জনারণ্যের এ পঙ্কিলে
পথভোলা এই পথিকের তুমি হও সহায়।
আনন্দনগর, ঢাকাঃ পহেলা নভেম্বর-২০২৪ ইং
আপনার মতামত লিখুন :