AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইসরায়েলি হামলায় নিহত

লেবানন থেকে নিজামের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৪ পিএম, ৩ নভেম্বর, ২০২৪
লেবানন থেকে নিজামের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না

ফ্লাইট না থাকায় লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান। নিহত নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা।

তিনি জানান, লেবাননে একজন বাংলাদেশি বিমান হামলায় মারা গেছেন। তার স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে এবং যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।

এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় জানায়, লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নম্বর ইএফ০৬২০০৪৩) শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিজামের বড় বোন সায়েরা বেগম জানান, তাদের পাঁচ ভাই-বোনের মধ্যে নিজাম সবার ছোট। তাদের অভাব-অনটনের সংসারে নুন আনতেই পান্তা ফুরাতো। তাই ১২ বছর আগে সাত লাখ টাকা দেনা করে লেবাননে গিয়েছিল নিজাম।

কিন্তু ভাগ্য তার ভাইয়ের সহায় হয়নি জানিয়ে সায়েরা বেগম বলেন, সেখানে গিয়ে নির্ধারিত কাজ না পাওয়ায় ভালো উপার্জন ছিল না তার। ‘১২ বছরের প্রবাস জীবনে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে না পারলেও মায়ের থাকার জন্য একটি টিনের ঘর বানিয়েছিল নিজাম। কিন্তু ঘর বানানোর ছয় মাস পরেই মারা যান মা।’

সায়েরা বেগম আরও বলেন, কাগজপত্র না থাকায় মায়ের মৃত্যুর পরও নিজাম দেশে ফিরতে পারেনি। শেষ বারের মত মায়ের মুখটাও দেখতে পারেনি ভাইটি। এছাড়া পরিবারের সবাই বিয়ের কথা বললেও অর্থনৈতিক কারণে বারবারই নিজাম তা এড়িয়ে গেছে বলেও জানান তার বোন।

শনিবার রাতেই নিজামের বন্ধুর মাধ্যমে ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর পান বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে বৈরুতের হাজমিয়ে এলাকায় একটি হোটেলে ইসরায়েলের করা বিমান হামলায় মারা যান নিজাম। তিনি লেবানন যুদ্ধে নিহত হওয়া প্রথম বাংলাদেশি।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!