গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কামালের ভিটা বিল থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।রোববার (৩নভেম্বর) বিকালে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি শ্যালো মেশিন, ২ টি ট্রাক্টর ১ টি ভেকুসহ ৩ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া প্রায় ৫-৬শ মিটার পাইপ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।কিন্তু অভিযানকালে ঘটনাস্থলে বালুচক্রের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ওই এলাকার রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে অবৈধভাবে নির্বিঘ্নে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছে। এতে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাইকার কামালের ভিটা এলাকাটি ক্রমান্বয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।বালু উত্তোলন চক্রের সদস্যরা প্রভাবশালী হওয়ায় তাদের কেউ কিছু বলার সাহস পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একব্যক্তি বলেন,এভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি বিলিন হয়ে যাচ্ছে।
সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া যায়নি।
তবে বালু সরবরাহ কারী ২ জনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে
অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :