বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন ঘিরে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আংশিক জবানবন্দি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর জুলাই-আগস্টের এক মামলায় বিচারকের খাস কামরায় জবানবন্দি দেন সাবেক এ আইজিপি।
ট্রাইব্যুনালের একটি সূত্র জানিয়েছে, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন আংশিক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি শেষ করতে আরও একদিন সময় লাগবে।
এর আগে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ১৭ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :