AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেজওয়ানা বন্যার ‘সুরের ধারার’ জমির লিজ বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৭ পিএম, ৭ নভেম্বর, ২০২৪
রেজওয়ানা বন্যার ‘সুরের ধারার’ জমির লিজ বাতিল

মোহাম্মদপুরে খালের জমি দখল করে রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান সুরের ধারার নামে বন্দোবস্ত দেওয়া জমির মালিকানা বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

ভূমি মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, ‍‍`সুরের ধারা‍‍` লালমাটিয়া, ঢাকা এর পক্ষে চেয়ারম্যান ও অধ্যক্ষ, রেজওয়ানা চৌধুরী বন্যা, ২/৭, লালমাটিয়া, ঢাকা-এর অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্তকৃত ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিট-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‍‍`খাল‍‍` শ্রেণি
থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো।

উল্লিখিত বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহনপূর্বক ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সুরের ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে অব্যাহত থাকে, সেই উদ্দেশ্যে ২০১৭ সালের ৪ মে ঢাকা জেলার ডিসি কর্তৃক দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির নামে রামচন্দ্রপুর মৌজায় শুন্য দশমিক ৫১২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়।

পরবর্তীকালে সংশোধন করে ওই জমিটি পুনরায় প্রতিষ্ঠানটির নামে বরাদ্দ প্রদান করা হয়, যার দলিল নম্বর হচ্ছে ৫৩২০, তারিখ ১২ জুন ২০২২। এরপর থেকেই সুরের ধারা এই জমি দখলপূর্বক সেখানে তাদের নিয়মিত কার্যক্রম পালন করে আসছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!