বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করেছে সরকার।
বুধবার (৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফিসমূহ নিম্নরূপ:
১. এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা।
২. বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা।
৩. ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা।
৪. টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।
জানা গেছে, ২০১৮ সালে জারি করা প্রজ্ঞাপনে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। তবে ২০২৩ সালে জারি করা আরেক প্রজ্ঞাপনে কোর্স ফি বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার। অর্থাৎ এক লাফে ভর্তি ফি ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে যায়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ভর্তি ফি কমানোর দাবি জানানো হলেও এবারও বর্ধিত ফিতেই ২০২৪-২৫ সেশনে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :