AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেসরকারি খাতে পরিচালিত ২৪ ট্রেনের লিজ বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১১ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
বেসরকারি খাতে পরিচালিত ২৪ ট্রেনের লিজ বাতিল

বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। চুক্তির শর্ত না মানায় লিজ বাতিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এখনো লিজ বাতিল হওয়া ২৪ ট্রেনের তালিকা প্রকাশ করা হয়নি। সেই সঙ্গে সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করেনি রেলওয়ে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান গণমাধ্যমকে চুক্তি বাতিলের তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, ট্রেনের চুক্তি আজ থেকেই বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত আজই কার্যকর হচ্ছে। কেন বাতিল করা হলো জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

রেলওয়ে সূত্র বলছে, বাতিল হওয়া ২৪টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কম্পানি দ্বারা পরিচালিত হচ্ছিল। প্রাথমিকভাবে চার বছরের জন্য ২৪টি ট্রেন পরিচালনার চুক্তি হয়।

 

একুশে সংবাদ/স স/বিএইচ

Link copied!