AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩০ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের পুলিশ বাহিনীতে অবকাঠামো, যানবাহন, আর্থিক সুবিধাদি নিয়ে অনেক সমস্যা আছে জানিয়ে তা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশালে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় সাংবাদিকদের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, ‘চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে। বাংলাদেশের বিরুদ্ধে অনরবত সংবাদ প্রচার করছে অভিযোগ করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে, দেশের পুলিশ বাহিনীর মাঝে যে আস্থার সংকট ছিল, তা কাটিয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। এসময়, মব জাস্টিসের বিরুদ্ধে মিডিয়াকে ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের কোথাও নীরব চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে, কাউকে হয়রানি করতে মামলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে, দুপুর ১২টার দিকে সড়ক পথে বরিশাল সার্কিট হাউসে এসে পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সে গেলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে জানানো হয়েছে। এছাড়া, বিকেলে কৃষি তথ্য সার্ভিস বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার অংশ নেবার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!