ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর পর ১০০ দিন পার করেছে এই সরকার। ঘটনাবহুল এই ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দেয়া ভাষণে সরকারের নেয়া নানা সংস্কার উদ্যোগ ও সাফল্য জাতির সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
বক্তৃতায় ড. ইউনূস বলেন:
* পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইবো।
* কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো।
* বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক জনতার শহিদি মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতালসহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
* গুম কমিশনের তথ্যানুযায়ী অক্টোবর পর্যন্ত ১ হাজার ৬০০ গুমের তথ্যপাওয়া গেছে। এ সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে যাবে।
* জুলাই গণ-অভ্যুথানে সকল শহীদর পরিবারকে পুনর্বাসন করা হবে। এবং সবার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।
* প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা দেয়া হচ্ছে।
* ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ সরকার ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে।
* অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
* টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে।
* জ্বালানি তেলের মূল্য কমানোর পাশাপাশি শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
* পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে।
* নেপাল থেকে পানিবিদ্যুত বাংলাদেশে আনার ব্যবস্হা করা হয়েছে।
* রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে।
* কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তবে নির্বাচন কমিশন গঠন হলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ বলে আমরা মনে করি না। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার।
* সংস্কার জাতিকে, বিশেষ করে তরুণ-তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না।
* সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ কতটুকু পাব নিশ্চিত নই। তবে সুযোগ দিলে অত্যাবশ্যকীয় কিছু সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব।
* নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেক কাজ সেরে ফেলতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :