সাদা বলের সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে সফরে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। শুক্রবার (২২ নভেম্বর) দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাঘিনীদের বিপক্ষে আইরিশরা খেলবে তিন ম্যাচ ওয়ানডে ও টি-২০ সিরিজ।
প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর এবং পরের দুটি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় মাঠে গড়াবে। খেলাগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
এছাড়া ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিন টি-২০ ম্যাচ। প্রথম দুই ম্যাচ আরম্ভের সময় দুপুর ২টা, তৃতীয়টি শুরু হবে সকাল ১০টায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। সিরিজের নাম রাখা হয়েছে `সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি। আগামী ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড নারী দল দেশে ফিরে যাবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :