AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধু রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৮ পিএম, ২৬ নভেম্বর, ২০২৪
বঙ্গবন্ধু রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল

দীর্ঘ প্রতীক্ষার পর প্রমত্তা যমুনা নদীর ওপর দেশের মেগা প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক (ট্রায়াল) ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণগতি পেতে সময় লাগবে আরও দুই মাস।

এ ছাড়া সিরাজগঞ্জ থেকে আরেকটি ট্রেন টাঙ্গাইলের দিকে ছেড়ে আসে। দুটি ট্রেন সেতুর ওপর দিয়ে একে-অপরকে ক্রস করে। প্রথমবার ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলে ট্রেনটি।

আর, দেশের দীর্ঘতম এ রেলসেতুর ওপর দিয়ে দ্বিতীয় পরীক্ষায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চালানো হবে ট্রেন। পুরোপুরি চালু হলে বঙ্গবন্ধু রেল সেতুতে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ডুয়েল গ্রেজ ডাবল ট্র্যাকের রেল সেতুতে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে।

এ সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে সময় লাগবে আরও দুই মাস।

২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরে সেতুটির নির্মাণকাজ শেষ হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!