ইসকন ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থিরতা তৈরিতে চক্রান্ত চলছে এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুপরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার শাসক দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।
পতিত স্বৈরাচার শাসক তারা আবার ফিরে আসার পাঁয়তারা করছে দাবি করে-সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ইসকন ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থিরতা তৈরিতে চক্রান্ত চলছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
এনিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :