ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে প্রইভেটকার ও যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারে নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বালয়ারপুর এলাকার সাবেক মেম্বার নাজিম উদ্দিন ও প্রাইভেটকার চালক মজিবুর রহমান। আহত সাহাবউদ্দিন ও আব্দুল জলিল মিয়াকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুরে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকাগামী বাস ওভারটেক করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম, নাজিম উদ্দিন ও মজিবুর রহমান। এঘটনায় আহত হন আরও ২ জন। পরে আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, বিকেলে আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সি লাইন পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সি লাইন পরিবহনের বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :