AB Bank
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংশোধন নয়, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৪ পিএম, ৩ ডিসেম্বর, ২০২৪
সংশোধন নয়, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

চলমান সংবিধান সংশোধন নয়, সংবিধান পুনরায় লেখার প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভা হয়। সেখানেই এ প্রস্তাব তুলে ধরে প্ল্যাটফর্মটি।

এদিন দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। মতবিনিময় শেষে সংগঠনের প্ল্যাটফর্মটির সদস্যসচিব আরিফ সোহেল সাংবাদিকদের বলেন, আমরা সংস্কার কমিশনের কাছে প্রাথমিক কিছু প্রস্তাব মৌখিকভাবে উপস্থাপন করেছি। পরবর্তীতে প্রস্তাবগুলো লিখিত আকারে কমিশনের কাছে দেয়া হবে।

আরিফ সোহেল বলেন, সংবিধান পুনর্লিখন এবং নতুন সংবিধান প্রণয়ন করার জন্য তারা গণপরিষদ গঠনের কথা বলেছেন। তারা বলেছেন, নতুন সংবিধানে গণঅভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেয়া, সংসদ দ্বিকক্ষবিশিষ্টি করা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করারও প্রস্তাব করেছেন।

এদিন মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্ল্যাটফর্মটির সদস্যসচিব আরিফ সোহেল ছাড়াও উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, আনিকা তাহসিনা ও জাহিদ আহসান।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!