বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভারশোঁ ইউনিয়নের সুফিয়া বাজার, ছুটিপুর, ঠাকুরমান্দা বাজারে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এর আগে বুধবার বিকেলে উপজেলার মান্দা সদর ইউনিয়নের বিন্দু বাজার, কোঁচড়া-বাদলঘাটা স্কুল বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে. এম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :