AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসুস্থ আবু সাঈদের বাবা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০:৩১ এএম, ১১ ডিসেম্বর, ২০২৪
অসুস্থ আবু সাঈদের বাবা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতেই তাকে ঢাকায় আনা হয়েছে।জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মকবুল হোসেনকে বহনকারী বাংলাদেশ আর্মি এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা সিএমএইচের উদ্দেশে রওনা হয়।

আবু সাঈদের বড় ভাই আবু হোসেন জানান, তার বাবা তিনদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে সোমবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) রোগে আক্রান্ত হন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, মকবুল হোসেনের হৃদ্‌যন্ত্র, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, রংপুর সিএমএইচের অ্যাম্বুলেন্সে আবু সাঈদের বাবাকে সৈয়দপুর এয়ারপোর্টে নেয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা সিএমএইচে নেয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন অনেক মানুষ। এতে আরো গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ঐ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন।

গত ২৮ নভেম্বর আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একুশে সংবাদ/ এস কে
 
 

Link copied!